প্রাকৃতিক উপায়ে চুলের যত্ন
সুন্দর মসৃণ সবাই পেতে চাই।। বলা হয় মেয়েদের সুন্দর্য লুকিয়ে থাকে তাদের চুলে।তবে মেয়ে হোক বা ছেলে কারোই রুক্ষ ও সূক্ষ্ম চুল পছন্দ নয়।তাই সৌন্দর্য এবং চুল পড়া বন্ধ করতে প্রাকৃতিক উপায়ে চুলের যত্ন নিতে পারেন।
পেজ সূচিপত্রঃপ্রাকৃতিক উপায়ে চুলের যত্ন
- এলোভেরা
- ডিম
- নারিকেল তেল
- পেঁয়াজের রস
- দই এবং মেথি বীজের প্যাক
- অলিভ অয়েল
- মেথি ও নারিকেলের তেল
- চা-পাতা এবং লেবুর রস
- মধু ও দুধের মিশ্রণ
- রসুনের তেল
এলোভেরা
চুলের যত্নে এলোভেরার জুড়ি মেলা ভার। এলোভেরা তৈরি হয়েছে প্রচুর পরিমাণে
ভিটামিন, এনজাইম, অ্যামিনো এসিড যা চুলকে করে তোলে ভেতর থেকে মজবুত ও
শক্তিশালী। এর জন্য আপনাদের বেশি কিছু করতে হবে না। একটি এলোভেরা পাতা থেকে এর
জেল বের করে পরিমাণ মতো পানির সাথে মিশন। এবং শুকনো চুলে লাগান এরপর ৩০ ৩৫
মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
আরো পড়ুনঃ শীতকালে প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্ন
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url